** গোঁফ ** দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
কার কার থাকে গোঁফ
হবে আজ শুনতে
গোঁফ নিয়ে স্বপ্নের
জাল শুধু বুনতে।
বিশ্বজুড়ে ভারতের
আছে গোঁফের কদর
লুকিয়ে থাকে পৌরুষত্ব
পড়ে সবার নজর।
পাঞ্জাবি শিখের দেখে গোঁফ
হাসে কেন জাদুকর
ডাকাতের দেখে গোঁফ
তামাসা দিনভর।
টিপুসুলতানের দেখে গোঁফ
কেউ যায় চমকে
রবি ঠাকুর হেসে হেসে
দিতো না কি ধমকে ?
গোঁফ দেখি বাবুদের
গোঁফ দেখি রাজাদের
সাধুদের দেখে গোঁফ
যায় ঘুম আজাদের!
0 Comments