বহুতল আবাসন ভাঙ্গার নির্দেশ খারিজ হওয়ার পরেই অকাল দেওয়ালিতে মাতলো আবাসনের বাসিন্দারা।

পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে হলদিয়া মেছেদা রাজ্য সড়কের পাশেই পদুমবসান এলাকায় প্রায় দেড়শ কোটি টাকার একটি বহুতল ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। পাশাপাশি আবাসনের ফ্ল্যাট মালিকদের টাকা ফেরতের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।গত মে মাসে এমন নির্দেশের পরেই সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছিল এই আবাসনের খবর। আতঙ্কিত হয়ে পড়ছিলেন আবাসনের বাসিন্দারা।
অভিযোগ ছিল সাত তলার বাড়ির কোনও বেসমেন্টই নেই। যেখানে বেসমেন্ট, একতলা সহ পাঁচতলা বিল্ডিং তৈরির অনুমতি ছিল, সেখানে সাত তলা বাড়ি এভাবে তৈরি হল কী করে, তা নিয়ে প্রশ্ন উঠেছিল, ছিল একাধিক বেনিয়মের অভিযোগ। সংবাদ মাধ্যমের কাছে খবর পাওয়ার পরেই আবাসনের বাসিন্দারা ও আবাসন নির্মাণকারী সংস্থা ওই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা করেন। আইনিভাবে প্রায় ১১ মাস লড়াইয়ের পর ৯ই জানুয়ারি শুক্রবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও শাব্বার রশীদের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বাতিল করেছে। এই নির্দেশের পরেই সন্ধের সময় আবাসনের বাসিন্দারা আতশবাজি ফাটিয়ে সবাই একসাথে একে অপরকে মিষ্টিমুখের মাধ্যমে আনন্দে মেতে ওঠে।
তমলুক ডাউন ডাউন ইনক্লেভের সমস্ত বাসিন্দারা এতদিন তাদের ছাদ হারিয়ে যাওয়ার যে দুশ্চিন্তার মধ্যে ছিল, এই আভিযাত আবাসনের সম্মান-আত্মগৌরব ভুলুন্ঠিত হয়েছিল আমরা সবাই অবসাদ গ্রস্ত হয়ে পড়েছিলাম। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আজ এ রায়ের ফলে সবাই খুশি এমনটাই জানান আবাসন কমিটির সেক্রেটারি সৌমিত্র মাহাতো।
0 Comments