লক্ষী পূজা উপলক্ষে রক্তদান সহ একাধিক কর্মসূচি।

 লক্ষী পূজা উপলক্ষে রক্তদান সহ একাধিক কর্মসূচি।


ময়না ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার রাধাবল্লভচক গ্রামের দক্ষিণ-পশ্চিম মোড় সংলগ্ন মাঠে শ্রী শ্রী সার্বজনীন লক্ষ্মী পূজা উপলক্ষে পাঁচ দিন ব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল যুবগোষ্ঠী। সেই উপলক্ষে আজ অনুষ্ঠিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির। এই রক্তদান শিবির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রঞ্জিত বল, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য অভিজিৎ আদক  সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই লক্ষ্মীপূজা উপলক্ষে থিমের মন্ডপ এলাকার মানুষদের মন আকৃষ্ট করে। রক্তদাতাদের হাতে গোলাপ ফুল তুলে দিলেন বিশিষ্ট অতিথিবর্গরা। পাঁচ দিনব্যাপী বিভিন্ন ধরনের ক্রীড়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই সঙ্গে যাত্রা অনুষ্ঠান,  সঙ্গীতা অনুষ্ঠান ও নৃত্যানুষ্ঠানের ব্যবস্থা রয়েছে বলে জানা যায়।

Post a Comment

0 Comments