পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশান ময়না ব্লকের বার্ষিক সাধারণ সভা।
ময়নার হোগলাবাড়িতে গতকাল রমনী মোহন গেস্ট হাউসের কক্ষ গৃহে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশানের ময়না ব্লকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল। এই বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি রঞ্জিত বল, ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীব্রত দাস, ময়না পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ গোলক বিহারী বাড়ই, ময়না পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কর্মাধ্যক্ষ সুমনা মাইতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের ময়না ব্লকের সভাপতি তারকেশ্বর পাল জানান রাজ্য, জেলা, তথা ব্লক স্তরের সকল সরকারি কর্মচারীদের শুভেচ্ছা নতুন বছরের। এদিনের এই সাধারণ সভায় প্রায় আড়াইশোর বেশি প্রতিনিধি অংশগ্রহণ করে। তিনি আরও জানান সরকারি কর্মচারীদের গুরুত্ব আমরা আজ সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পেরেছি। বর্তমানে সংস্থার রাজ্যের আহায়ক প্রতাপ নায়ক এবং চেয়ারম্যান মানব রঞ্জন ভূইয়ার নেতৃত্বে এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন চলছে। এই প্রসঙ্গে ফেডারেশনের ময়না ব্লকের সভাপতি তারকেশ্বর পাল আর কি কি বললেন শোনাব আপনাদের।
0 Comments