স্বামী বিবেকানন্দের জন্মদিনে বস্ত্র বিতরণ সহ একাধিক কর্মসূচি।
ময়না ব্লকের অন্নপূর্ণা বাজার এলাকায় অন্নপূর্ণা বিবেকানন্দ জন্মোৎসব উদযাপন কমিটির আয়োজনে গতকাল স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মোৎসব উদযাপন করা হল। বিভিন্ন মহাপুরুষের প্রতিকৃতি সহযোগে বর্ণাঢ্য শোভা যাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহারাজ প্রভু পদানন্দজী, ময়না রাজ পরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলিন্দ্র , ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী, ময়না পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ সন্দীব্রত দাস, সোমনাথ মুখোপাধ্যায়, অসিত ব্যানার্জি সহ ময়না পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষ গণ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গরা। বিশিষ্ট অতিথিবর্গরা স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে প্রদীপ প্রজ্জ্বলন করে মঞ্চের অনুষ্ঠানের শুভ সূচনা হয়। বিশিষ্ট অতিথিরা তাদের বক্তব্যের মধ্যে যুব সমাজকে স্বামীজীর আদর্শে আদর্শিত হওয়ার বার্তা দিলেন। এছাড়া ধর্মীয় আলোচনা এবং প্রায় সাত হাজার ভক্তগণকে অন্ন প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া এদিনের এই মঞ্চ থেকে প্রায় আড়াইশ জন দুস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হল। এই প্রসঙ্গে এই অনুষ্ঠানের কর্ণধার তথা পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃণাল কান্তি সামন্ত
0 Comments