৭ বছরের ময়নার ছেলে যোগা এবং জিমনাস্টিকে ভাইজ্যাক থেকে সোনা জয়ী।
ছেলেটা এখনো পর্যন্ত ভালো করে কথা বলতে পারে নি । কোন কিছুই স্পষ্টভাবে উচ্চারণ করতে পারে নি । এখনো ছোটবেলার সেই জড়তা তার ভাষায় মধ্যে স্পষ্ট। তা সত্বেও যোগা এবং জিমনাস্টিকে ময়নার মুখ উজ্জ্বল করল, সেই সাত বছরের ছেলেটি। সম্প্রতি ছেলেটি যোগা এবং জিমন্যাস্টিকে ভাইজ্যাক থেকে প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল নিয়ে বাড়ি এসেছে। তার এই সাফল্যে খুশি তার পরিবারের লোকজন সহ তার শিক্ষক- শিক্ষিকা এবং আত্মীয়-স্বজন গন। ছেলেটির নাম আয়ুষ্মান মাইতি। বাবার নাম ভরত মাইতি। বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের আনন্দপুর গ্রামে। আয়ুষ্মান তার আধো আধো ভাষায় বলে, আনন্দপুর ২ নম্বর প্রাথমিক বিদ্যালয় সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। আয়ুষ্মান এর বাবা ভরত মাইতি জানান বিগত দু'বছর ধরে সে যোগা শিখছে, ছেলের যোগা শেখার আগ্রহ ভালো দেখে তাকে পরে জিমন্যাস্টিকও শেখানো হয়। এরপর আস্তে আস্তে করে স্থানীয়ভাবে বিভিন্ন জায়গায় প্রতিযোগিতার নাম দিতে শুরু করে, একের পর এক পুরস্কার দিতে সজ্জিত করে ঘরে। এরপর কলকাতা, বারাসাত, দমদম, দক্ষিণ চব্বিশ পরগনা সহ বিভিন্ন জায়গায় গিয়ে যোগা এবং জিমন্যাস্টিক এর উপর বিভিন্ন পুরস্কার জয় লাভ করে। সর্বত্র প্রথম পুরস্কার না জিতলেও দ্বিতীয়, তৃতীয় মধ্যে তার স্থান থাকতো বলে এমনই জানান তার বাবা। ছেলের এই সাফল্যে বাবা, মা, জেঠু, জেঠিমা থেকে শিক্ষক শিক্ষিকা এবং এলাকাবাসী সবাই খুশি। ভবিষ্যতের উজ্জ্বল কামনা করছে পরিবারের লোকজন সহ এলাকাবাসী।
0 Comments