শ্যামপুর সমাজ কল্যাণ সংঘের ৩৩ তম বর্ষপূর্তি অনুষ্ঠান।
ময়না ব্লকের নৈছনপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর গ্রামে অবস্থিত শ্যামপুর সমাজ কল্যাণ সংঘ গুটিগুটি পায়ে এ বছর ৩৩ তম বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন করল। তিন দিন ধরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিভিন্ন ধরনের ক্রীড়া অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির, দন্ত ও চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার বাবুরা এলাকার রোগীদের চিকিৎসা করেন। বিনা ব্যয়ে পশুদের চিকিৎসার লক্ষ্যে বহু গবাদি পশু আনা হয়। গরুদেরও চিকিৎসার প্রয়োজন। এদের এই উদ্যোগে এলাকার গরু পালকরা তাদের গরুকে আনে চিকিৎসকের কাছে। সংস্থা এখানেই থেমে থাকে নি। শেষ দিনের অনুষ্ঠানে কৃতি খেলোয়াড়দের হাতে একদিকে পুরস্কার তুলে দেওয়া হল, অন্যদিকে এলাকার দুঃস্থ মানুষদের হাতে বস্ত্র তুলে দেওয়া হল। শেষ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নার রাজ পরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলিন্দ্র।
0 Comments