দেউলী আদর্শ বিদ্যাপীঠের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গুড়গ্রাম হাইস্কুল
ময়না ব্লকের নৈছনপুর ১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেউলী আদর্শ বিদ্যাপীঠ এর ৭৫ তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। আয়োজনের দেউলী আদর্শ বিদ্যাপীঠ ৭৫ তম বর্ষপূর্তি উদযাপন কমিটি | সেই উপলক্ষে গত ৬ই জানুয়ারি থেকে ৯ই জানুয়ারি পর্যন্ত ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। গতকাল ফাইনাল ম্যাচে ইজমালিচক বয়েজ স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গুড়গ্রাম হাই স্কুল। খেলোয়ারদের উৎসাহ দেওয়ার জন্য উপস্থিত ছিলেন ময়না রাজ পরিবারের সদস্য তথা ময়না প্রেসক্লাবের সভাপতি ডক্টর সিদ্ধার্থ বাহুবলিন্দ্র, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক তথা বাকচা বিবেকানন্দ জনসেবা হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল, ময়না থানার ওসি সোমনাথ সিট,প্রধান সবিতা সিংহ, উপপ্রধান প্রদ্যত হাজরা, ৭৫ তম বর্ষপূর্তি উদযাপন কমিটির সভাপতি সুব্রত বল, সম্পাদক তথা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতেশ বেরা, শিক্ষক ও ক্রীড়া প্রেমি শুভাশিস রন সিংহ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
0 Comments