** গ্রাম ** দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
মৌড়িগ্রাম হাওড়াতে
নবগ্রাম গড়িয়াতে
নন্দীগ্রাম দশগ্রাম
খুঁজি দিনে রাতে।
আউসগ্রাম কেতুগ্রাম
বর্ধমানে বুঝি
সুভাষগ্রামে সুভাষ কে
হন্নে হয়ে খুঁজি।
নয়াগ্রাম পশ্চিম মেদিনীপুর
এটাও মোদের জানা
সেই খানেতে আছে নাকি
আস্ত একটা থানা।
বনগ্রাম উত্তর চব্বিশ পরগনা
নদীয়াতে দেবগ্রাম
মধ্যমগ্রাম খুঁজতে ঝরে
মাথার যত ঘাম।
ঝাড়গ্রামে যাব আমি
ভাবি সারাক্ষণ
গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখে
খুশিতে ভরে মন ।
মশাগ্রাম মেচগ্রাম
খুঁজতে মোরা থাকি
ঘোষেরগ্রাম হাটগ্রাম
আরো কিছু বাকি!
----------
0 Comments