** বাড়ি ** দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
কুচলিবাড়ি কোচবিহারে
গোলাবাড়িতে থানা
হলদিবাড়ি আছে কোথায়
সেটাও সবার জানা।
খাগড়াবাড়ি পান্ডিবাড়ি
আছে কত বাড়ি
ফুলবাড়িটা খুঁজতে গিয়ে
দূরদূরান্তে পাড়ি।
আলু বাড়ি বেগুন বাড়ি
করছে যারা চাষ
তাদের বুকে নিয়ে তবে
একটু ভালোবাস।
হোগলাবাড়ি খড়িবাড়ি
যেতে বাড়াবাড়ি
ভুতুড়ে বাড়ি খুঁজে দেখো
একটু তাড়াতাড়ি।
চীনাবাড়ি হানাবাড়ি
আর রাজবাড়ি
গৌরীবাড়ি যেতে তবে
দেবো আজ পাড়ি।
সেই বাড়িতে যাব আমি
আছে যেথায় সুখ
আনন্দ আর খুশিতে
ভরবে শুধু বুক।
------------
0 Comments