খেয়াঘাটে ফেরিঘাটে নৌ চলাচল করে পুকুর ঘাটে নামতে গিয়ে পা পিছলে পড়ে । প্রিন্সেপঘাটে প্রিন্সেপ কে দেখি নাতো আর বাবুঘাটে বাবু সব যান বারবার। কোলাঘাটে তাপ বিদ্যুৎ কালীঘাটি কালী রানাঘাটের স্টেশনটা থাকে না তো খালি! কুঠিঘাট বরানগরে কুঁদঘাট টালিগঞ্জে বেহুলাঘাট খুঁজতে গিয়ে পড়ি ভীষণ ধন্দে। পালঘাট নীলগিরিতে পূর্বঘাট পূর্বে থলঘাট ভোরঘাট পশ্চিমঘাটে ঘুরবে। রাজঘাট বালুরঘাট আর নাদনঘাট মন্দির ঘাটে বসে সবাই সময় কাটায় রাত। পাহাড়িঘাট গান্ধীঘাট আর মাঠ ঘাট শ্মশান ঘাটে সবকিছুর চুকিয়ে যায় পাঠ! ----------
0 Comments