** বাজার ** দিলীপ কুমার পাত্র (বৃক্ষপ্রেমী)
মল্লিকবাজার গোরাবাজার
কলকাতাতে ভাই
জানবাজারে রানির বাটি
সেটাও জানা চাই।
শ্যামবাজারটা পাঁচমাথা
শোভাবাজারে রাজবাড়ি
বড়বাজারে দেখি ঢুকে
হরেক রকম শাড়ি।
রাজাবাজারে সায়েন্স কলেজ
রাধাবাজারে ঘড়ি
বাগবাজারে দেখতে লঞ্চ
হুমড়ি খেয়ে পড়ি।
চিনাবাজার গেলাম আমি
গেলাম চারুমার্কেট
বউবাজারে সবকিছুর
এতো কেন রেট?
মহম্মদবাজার খ্যাত আজ
তার যে চিনামাটি
ইংলিশবাজার জেলা সদর
বুক ফুলিয়ে হাঁটি।
টেরিটিবাজার মেছুয়াবাজার
দেখি কোলেবাজার
বিগবাজারে জমছে ভিড়
প্রশ্ন সেটা হাজার।
লালবাজারটা খুঁজতে গিয়ে
হন্যে হলাম ভাই
এতো পুলিশ থাকে কেন
বোঝার উপায় নাই।
সখেরবাজার মানবাজার
যাইনি কতকাল
এতো বাজার অন্বেষণে
হলাম নাজেহাল!
----------------
0 Comments