ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠে পুরস্কার বিতরণী সভা

 ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠে পুরস্কার বিতরণী সভা


ময়না ব্লকের ময়না ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ময়না পূর্ণানন্দ  বিদ্যাপীঠ অবস্থিত। আজ বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। ময়না পূর্ণানন্দ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শেক সাত্তাকুর রহমান জানান বাৎসরিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণী সভার সঙ্গে সঙ্গে, গত বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সেরা ছাত্র-ছাত্রী সহ প্রত্যেক ক্লাসের বিভিন্ন স্মৃতি আর্থিক পুরস্কার গুলিও তুলে দেওয়া হয় কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে। এছাড়া এদিনের এই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এবছরের বিদায়ী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের বিদায় সম্বর্ধনা  এবং পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত যেসব নবাগত ছাত্র স্কুলে ভর্তি হয়েছে তাদেরকে বরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া সরস্বতী পূজা উপলক্ষে এদিন  সকল ছাত্র-ছাত্রী,  শিক্ষক শিক্ষিকা, শুভানুধ্যায়ীদের নিয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়না কলেজের অধ্যক্ষ ডক্টর দিলীপ কুমার পন্ডা সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গরা।

Post a Comment

0 Comments