রক্তদান,জীবন দান। রক্তই পারে মুহূর্ত রোগীর প্রাণ ফিরে দিতে। আজ ময়না ব্লকের বাকচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খিদিরপুর- বাকচা অধরচন্দ্র তিলোত্তমা তপশিলি স্মৃতি সংঘের আয়োজনে সরস্বতী পূজা উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। আজ সকাল সাড়ে দশটায় রক্তদান শিবিরের উদ্বোধন হয়। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন, সংঘের পতাকা এবং শান্তির পতাকা উত্তোলন করা হয়। তারপর আনুষ্ঠানিকভাবে রক্তদান শিবিরের শুভ সূচনা হয়। উপস্থিত বিশিষ্ট অতিথিবর্গ সকল রক্তদাতাদের শুভেচ্ছা জানান।
0 Comments