প্রাক্তন বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার! গ্রেপ্তারের দাবিতে এসপি অফিসে বিক্ষোভ

 প্রাক্তন বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ তৃণমূল নেতার! গ্রেপ্তারের দাবিতে এসপি অফিসে বিক্ষোভ


সমস্যার সমাধান করে দেওয়ার নামে পার্টি অফিসে ডেকে প্রাক্তন বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠলো তৃণমূল নেতার বিরুদ্ধে! ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার মকরামপুরের। নির্যাতিতার স্বামীর অভিযোগ, রবিবার সকালে এই ঘটনা ঘটে। নির্যাতিতার স্বামী জানান, ইমেলে নারায়ণগড় থানা এবং পুলিশ সুপারের কাছে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। পাল্টা অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, একটি বিষয়ে মীমাংসার জন্য দুই মহিলা, এক যুবক এসেছিলেন এ দিন। কথা চলাকালীন হঠাৎই ওই যুবক তাঁর গায়ে হাত তোলেন। অভিযুক্ত তৃণমূল নেতার বক্তব্য, ‘মারধর করার পর ওই যুবক হঠাৎ ভিডিয়ো করতে শুরু করে। বলতে থাকে, আপনি ধর্ষণ করলেন কেন? আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযোগকারীর দাবি, বিজেপি ছাড়লে এ সব থেকে মুক্তি মিলবে বলে জানিয়েছিলেন ওই তৃণমূল নেতা। পরিবারের দাবি, কয়েক মাস আগে বিজেপি নেতৃত্বকে ফোন করে জানিয়ে ওই মহিলা দলের সমস্ত কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে নেন। কিন্তু তার পরও অত্যাচার বন্ধ হয়নি। স্ত্রী তৃণমূল পার্টি অফিসে যেতেই ওই তৃণমূল নেতা দরজা বন্ধ করে তাঁর সঙ্গে নোংরা ব্যবহার করে বলে অভিযোগ স্বামীর। স্ত্রীকে ধর্ষণের অভিযোগ তুলেছেন স্বামী। সেই সময়ে তৃণমূলের এক কর্মী ও তাঁর মা সেখানে যান। তারাই তাঁর স্ত্রীকে উদ্ধার করেন এবং তাঁর স্বামীকে জানান।

Post a Comment

0 Comments