তাম্রলিপ্ত অবস্ট্রেটিক্স এন্ড গাইনোলজিক্যাল সোসাইটির দুই দিন ব্যাপী বার্ষিক সম্মেলন
মেচেদার একটি বেসরকারি গেস্ট হাউসে তাম্রলিপ্ত অবস্ট্রেটিক্স এন্ড গাইনোলজিক্যাল সোসাইটির দুই দিন ব্যাপী বার্ষিক সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন
পূর্ব মেদিনীপুর জেলা একাধিক বিখ্যাত গাইনোকলজিস্টরা।
তমলুকের cmoh বিভাস রায়, তমলুক পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়। পাঁশকুড়া পৌরসভা চেয়ারপার্সন নন্দকুমার মিশ্র, পি সি মহাপাত্র , অরুপ মাজি, বাসু মুখার্জি ,
পাশাপাশি উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি ড: সংগ্রাম কুমার দোলোই, অর্গানাইজিং সেক্রেটারি তরুণ কুমার দাস, মূলত কম বয়সি নাবালিকাদের বাচ্চা হওয়ার কি কি সমস্যা হয় এবং শিশুরা কিভাবে আক্রান্ত হয়, গর্ভবতী মহিলারা কিভাবে সুস্থ থাকবেন, গর্ভবতী মহিলাদের গর্ভ অবস্থায় কি কি করণীয়। গর্ভপাত হওয়ার পর কি কি অসুবিধার মধ্যে পড়বেন মূলত এই বিষয়ে আলোচনা হয়। উল্লেখযোগ্য অপারেশন সার্জারি চলাকালীন ভিডিও লাইফের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়।
0 Comments