নারী দিবসের প্রাক্কালে ইন্ডিয়ান ব্যাংক এই জেলার তাদের ৩৬ টি শাখার স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ব্যাংক লিংকেজ সি. এস. পি দের নিয়ে জেলা আনন্দধারা অফিসে একটি আলোচনা সভার আয়োজন করলো
নারী দিবসের প্রাক্কালে ইন্ডিয়ান ব্যাংক এই জেলার তাদের ৩৬ টি শাখার স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ব্যাংক লিংকেজ সি. এস. পি দের নিয়ে জেলা আনন্দধারা অফিসে একটি আলোচনা সভার আয়োজন করলো
নারী দিবসের প্রাক্কালে ইন্ডিয়ান ব্যাংক এই জেলার তাদের ৩৬ টি শাখার স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত ব্যাংক লিংকেজ সি. এস. পি দের নিয়ে জেলা আনন্দধারা অফিসে একটি আলোচনা সভার আয়োজন করলো। উদ্যেশ্যে নারী দিবস উদযাপন ও তাদের ব্যাংকের শাখাগুলিতে স্বনির্ভর গোষ্ঠীর ঋণের লক্ষ্যমাত্রা পূরণের জন্য কি কি সুবিধা অসুবিধা আছে তা নিয়ে পর্যালোচনা করা। উপস্থিত ছিলেন জেলা আনন্দ ধারার প্রজেক্ট ডিরেক্টর সায়ন্তন বসু, ব্যাংকের ডেপুটি জোনাল ম্যানাজার বি. কে. সিং, ব্যাংকের তমলুক শাখার ম্যানাজার প্রমোদ কুমার, জেলা আনন্দধারায় পক্ষে সুদীপ মাইতি, দিলীপ পাল, অঙ্কিত ভগত সহ বিভিন্ন আধিকারিকরা। জেলা আনন্দধারা সূত্রে জানা গেছে যে বছর স্বনির্ভর গোষ্ঠীদের প্রায় ৫৪০০০ হাজার দলের জন্য ৩০৩৭ কোটি টাকার ঋণ প্রদানের লক্ষ্য মাত্রা রাজ্য থেকে নির্ধারিত আছে। জানুয়ারি পর্যন্ত প্রায় ৪৫০০০ দলকে ইতিমধ্যে বিভিন্ন ব্যাংক প্রায় ২৬৩৩ কোটি টাকার ঋণ দিয়েছে। লক্ষ্যমাত্রা পূরণের জন্য আনন্দধারা বিভিন্ন ব্লকগুলিতে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত আধিকারিকদের সঙ্গে মিটিং করছে। পাশাপাশি ব্যাংকগুলোকে নিয়েও আলোচনা করছে। সেই সূত্রে আজ ইন্ডিয়ান ব্যাংকের সঙ্গে যুক্ত ব্যাংক লিংকেজ সি এস পি দের নিয়ে এই পর্যালোচনা সভা। ব্যাংকের ডেপুটি জোনাল ম্যানাজার জানান আমরা এই দিদিদের উৎসাহ প্রদানের জন্য নারী দিবসের প্রাক্কালে এই দিনটিকে বেছে নিয়েছি। আমরা তাদের আগের কাজের প্রতি বিচার করে তাদেরকে একটু আলাদা করে এবং বাকি সবাইকেও পুরস্কৃত করেছি।এই জেলায় স্বনির্ভর গোষ্ঠীর কার্যকলাপ সারা দেশের মধ্যে উল্লেখযোগ্য স্থান করে নিয়েছে। এদিনের পর্যালোচনা সভায় নারী দিবসকে মাথায় রেখে কেক কাটারও ব্যাবস্থা ছিল।
0 Comments