বিজেপির নতুন রাজ্য সভাপতি নির্বাচন উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ডাক ছিলনা দিলীপের!!আমন্ত্রণ ছিলনা তাই যাইনি,বিস্ফোরক দিলীপ
ভারতীয় জনতা পার্টির কর্মীরা অন্যান্য বছর প্রায় ১৫ দিন ধরে ধুমধাম করে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী পালন করেন,কিন্তু এই বছর তেমন টা দেখছিনা। পূর্ব মেদিনীপুরের কাঁকটিয়া বাজারে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তীর প্রাক্কালে একটি স্মরণ সভা অনুষ্ঠানে এসে বললেন দিলীপ ঘোষ। তিনি বলেন এই স্মরণসভা অনুষ্ঠান আরো ব্যাপকভাবে হওয়া উচিত। কেননা এই কর্মসূচি পালন করবে একমাত্র বিজেপি।আজ মানুষ শ্যামাপ্রসাদ এর কথা শুনতে চায়।
গতকালকেই বিজেপির নতুন রাজ্য সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শমিক ভট্টাচার্য। সেই অনুষ্ঠানে রাহুল সিনহা সহ অনেক প্রাক্তন সভাপতিকে দেখা গেলেও দেখা যায়নি দিলীপ ঘোষকে।তাকে আমন্ত্রণ করাই হয়নি জানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। তবে কি বিজেপির সাথে দূরত্ব বাড়ছে দিলীপের?প্রশ্ন উঠছে।ক্ষোভ ঝরে পড়ে দিলিপের গলায়, তিনি বলেন আমি সাধারণ কর্মী। আমাকে যেখানে উচ্চ নেতৃত্ব যেতে বলে আমি সেখানেই শুধুমাত্র যাই।
0 Comments