ময়নার বাকচায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প।

 ময়নার বাকচায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প।


ময়নার বাকচা গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হল। আজ সকাল দশটায় ক্যাম্পগুলোর সূচনা হয়।  ক্যাম্পগুলোতে উপস্থিত ছিলেন ময়নার বিডিও সমীর পান, জয়েন্ট বিডিও সুখেন্দু হাজরা , ময়না থানার ওসি সোমনাথ সিট, বাকচার প্রধান সম্রাট সামন্ত, জেলা পরিষদের সদস্য উত্তম সিং, গ্রাম পঞ্চায়েত সদস্য খোকন মন্ডল, ব্রজ গোপাল ধাড়া সহ অন্যান্য জনপ্রতিনিধিগণ। প্রসঙ্গত, বাকচা গ্রাম পঞ্চায়েত বিজেপি পরিচালিত।  আজ আড়ং কিয়ারানা, চাঁদিবেনিয়া, আন্দারিয়ার ক্যাম্পগুলোতে মানুষের ভিড় ছিল যথেষ্ট। প্রত্যেকটি ক্যাম্পে জনপ্রতিনিধিগণ  মানুষকে পরিষেবা দিতে তৎপর ছিল। সেই সঙ্গে আজকে  আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পগুলো পরিদর্শনে আসেন তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষা অভয়া দাস, ময়না পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সন্দীপন জানা, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ  সুশান্ত ভৌমিক। 

Post a Comment

0 Comments