ময়নার শ্রীরামপুর এলাকায় মাছের গাড়ি এবং বাইক মুখোমুখি

 ময়নার শ্রীরামপুর এলাকায় মাছের গাড়ি এবং বাইক মুখোমুখি


ময়নার শ্রীরামপুর এলাকায় মাছের গাড়ি এবং বাইক মুখোমুখি। বাইক আরোহী আশঙ্কা জনক অবস্থায় ভর্তি হসপিটালে। জানা যায় বাইক তমলুকের দিক থেকে ময়নার দিকে আসছিল। ময়নার দিক থেকে আশা মাছের গাড়ির সঙ্গে ওই বাইক আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়। জানা যায় ওই বাইকে দুজন ছিল। তবে পিছনের যে ব্যাক্তি ছিল তার কোন ক্ষতি হয়নি। জানা যায় ওই বাইক আরোহীর বাড়ি ময়না থানার তিলখোজা এলাকায়। নাম শেখ ফরিক। বাইক আরোইকে ঘোরতর অসুস্থ অবস্থায় প্রথমে গড় ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়। পরে তাকে তমলুক হসপিটালে পাঠানো হয়েছে। বয়স আনুমানিক কুড়ি বছর। তমলুক থানার পুলিশ বাইক উদ্ধার করে। দুর্ঘটনার পর মাছের গাড়ি দুর্ঘটনা স্থান থেকে পালিয়ে যায়, বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনার ছবি সিসি ক্যামেরায় ধরা পড়েছে।

Post a Comment

0 Comments