১৯৫৯ সালে খাদ্য আন্দোলনের শহীদদের স্মরণে ও ১৯৯০ সালে মূল্যবৃদ্ধি ,বাসভাড়া বৃদ্ধি প্রতিরোধ আন্দোলনে শহীদ মাধাই হালদার স্মরণে আজ এস ইউ সি আই (কমিউনিস্ট)দলের পক্ষ থেকে পূর্ব মেদিনীপুরের মেছেদা,পাঁশকুড়া,ভোগপুর ,তমলুক , নোনাকুড়ি, ময়না,এগরা,কাঁথি প্রভৃতি স্থানে সকালে শহীদবেদী স্থাপন করে মাল্যদান এবং বিকেলে খাদ্য আন্দোলনের শহীদ স্মরণের তাৎপর্য নিয়ে সভার আয়োজন করা হয়। মেচেদাতে দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মধুসূদন বেরা,নোনাকুড়িতে জেলা সম্পাদক প্রণব মাইতি,নিমতৌড়িতে প্রদীপ দাস ময়নাতে সুব্রত দাস প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন,১৯৫৯ সালে আন্দোলনকারীরা যে দাবী তুলেছিলেন তার মধ্যে অন্যতম ছিল কালোবাজারী মজুতদারী বন্ধ ,খাদ্যদ্রব্যের পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় বাণিজ্যিকরণ চালু প্রভৃতি। যে দাবীগুলি আজও অপূরিত। বর্তমান ক্ষমতাসীন সরকারগুলি মালিকশ্রেণীর স্বার্থে জনগণের ট্যাক্সের টাকায় গড়ে ওঠা লাভজনক সংস্থাগুলো জলের দামে পুঁজিপতিশ্রেণীদের হাতে তুলে দিচ্ছে। জিনিসপত্রের দাম আকাশছোঁয়া,শিক্ষা-স্বাস্থ্য সাধারণ মানুষের লাগালের বাইরে। আজ আমাদের উচিত শহীদদের জীবন থেকে শিক্ষা নিয়ে এর প্রতিবাদে দীর্ঘস্থায়ী আন্দোলনে গড়ে তোলা। তাহলেই শহীদদের প্রতি যথার্থ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।
0 Comments