শরৎচন্দ্রের ১২৫ তম জন্মবার্ষিকী স্মরণে ঘাটালে প্রস্তুতি সভা।
ঘাটাল :: ৩১ আগস্ট :: আজ ঘাটাল শহরের বসন্তকুমারী বালিকা বিদ্যালয়ে একটি সভা করল সারা বাংলা ১২৫ তম শরৎচন্দ্র জন্মবার্ষিকী কমিটি, ঘাটাল শাখা। কমিটি'র আহ্বান ছিল আজকের যুগের সমস্যা সমাধানের সাধনায় এগিয়ে যেতে হলে শরৎ সাহিত্যের মর্মবস্তু আত্মস্থ করতে হবে। কমিটি তাঁর গল্প, উপন্যাস গুলি ধারাবাহিক ভাবে চর্চার চেষ্টা করেছে তার সদস্য ও অনুরাগীদের নিয়ে।শরৎচন্দ্রের আসন্ন ১৫০ তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলে নানান প্রস্তাব রাখেন। আলোচনা সভা, গল্প বলা - ছবি আঁকা - কুইজ প্রতিযোগিতা, নৌকাযোগে পাণিত্রাস যাত্রা, শরৎচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠা, স্মরনিকা প্রকাশ, স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের ও ক্লাবের সদস্যদের যুক্ত করার উদ্যোগ ইত্যাদির মধ্য দিয়ে বর্ষব্যাপী কর্মসূচী পালিত হবে সিদ্ধান্ত হয়। প্রথমে আগামী ১৭ সেপ্টেম্বর ( ৩১ ভাদ্র ) ঘাটালে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অবসরপ্রাপ্ত শিক্ষক তাপস পোড়েল, প্রদীপ পাঠক, স্বপন মাউড়, বরুণ বিশ্বাস, দেবাশিস মাইতি, বিভা পাল, শিক্ষক দিব্যেন্দু জানা, কমিটির প্রাক্তন সম্পাদক জগবন্ধু মাজী, ছাত্র শৌর্য্যব্রত মাইতি প্রমুখ আলোচনায় অংশ নেন। সভায় স্বাগত ভাষণ দেন কমিটির যুগ্ম সম্পাদক বিদুষী মান্না। সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা মনোজ কুমার ভূঞ্যা। সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক হেমন্ত সী।
0 Comments