সংস্কৃত ভারতীর উদ্যোগে স্পোকেন সংস্কৃত শেখার লক্ষ্যে লালুয়াগেড়িয়া কন্যা নির্মাণ গুরুকুলে অনুষ্ঠান।
সংস্কৃত ভারতীর উদ্যোগে ময়না ব্লকের নৈছনপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার লালুয়াগেড়িযায় অবস্থিত কন্যা নির্মাল গুরুকুলে দশ দিনব্যাপী ছেলে মেয়েদের সংস্কৃত প্রশিক্ষণ দেওয়া হল। এই সংস্কৃত চর্চা শুধুমাত্র কন্যা নির্মাণ গুরুকুলের ছাত্রীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এলাকার দুই তিনটি গ্রামের ছেলে মেয়েরা এই শিবিরে অংশগ্রহণ করে। আমরা নানা ভাষাতে কথা বলে থাকি। কিন্তু সংস্কৃত ভাষাতে সেভাবে কথা বলার প্রচলন নেই। তাই স্পোকেন সংস্কৃত শেখার লক্ষ্যে দশ দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গতকাল ছিল এই প্রশিক্ষণের শেষ দিন। এই শেষ দিনে ছাত্র-ছাত্রীরা কতটা স্পোকেন সংস্কৃত গ্রহণ করতে পারলো তা পরিবেশন করে সবার সামনে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সন্তু হাজরা, এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য মহাদেব জালুয়া, লালুয়াগেড়িয়া সমবায় সমিতির ম্যানেজার রঞ্জিত হাজরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।
0 Comments