গতকাল বিডিও অফিস ঘেরাও বিক্ষোভের জেরে আজ কোলাঘাটের দেহাটি খালের অবরুদ্ধ অংশগুলি সেচ ও প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে পরিদর্শন।
সাথে সাথে ওই অংশগুলি পরিষ্কারের কাজ শুরু।

কোলাঘাট ব্লকের দেহাটি খাল সংলগ্ন এলাকার হাজার হাজার জলবন্দী বাসিন্দাদের জলযন্ত্রণা সমস্যা সমাধানের দাবীতে কৃষক সংগ্রাম পরিষদের নেতৃত্বে গতকাল বিডিও অফিসে ঘেরাও বিক্ষোভ কর্মসূচি হয়। সেই পরিপ্রেক্ষিতে আজ সকালে দেহাটি খালের দেউলিয়া বাজার থেকে পানশিলার দেহাটী ব্রীজ পর্যন্ত যে অংশে জল অবরুদ্ধ হচ্ছে সেই অংশ সেচ দপ্তরের পাঁশকুড়া-১ সাব ডিভিশনের এসডিও নাজেশ আফরোজ সরজেমিন পরিদর্শন করেন। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না,কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক,পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সুমিত্রা পাত্র প্রমুখ। পরিদর্শন শেষে নাজেশবাবু জানান,টেকনো ইন্ডিয়া স্কুলের কাছে নির্মিত কংক্রিটের ব্রীজ করবার জন্য যে ক্রশ বাঁধ দেওয়া হয়েছিল,সেই ক্রশ বাঁধের অবশিষ্টাংশ তোলার কাজ আজ শুরু হয়েছে। আগামীকাল থেকে দেউলিয়া বাজার হইতে পানশিলা ব্রীজ পর্যন্ত জলনিকাশীতে অবরুদ্ধ অংশগুলি পরিষ্কারেরও কাজ শুরু হবে।
নারায়নবাবু জানান,জলনিকাশীতে বাধা সৃষ্টিকারী দেহাটি ব্রীজের বেড়িগুলি ভাঙা সহ বিভিন্ন অংশগুলি পরিষ্কার করে জরুরী ভিত্তিতে দ্রুত বর্ষার জমা জল বের করার বন্দোবস্ত করা না হলে,পরিষদ আবারো বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।
0 Comments