ময়নার জল নিকাশি সহ কয়েক দফা দাবিতে বি ডি ও অফিসে এস ইউ সি আই (কমিউনিস্ট) এর ডেপুটেশন
২৭.০৮.২৫; ময়না: আজ ময়না বি ডি ও'র নিকট বিভিন্ন দাবিতে ডেপুটেশন দিল এস ইউ সি আই (কমিউনিস্ট) দল।
* ময়নার সমস্ত খাল গুলির কচুরিপানা সহ আবর্জনা পরিষ্কার করে জল পরিবহনের উপযুক্ত করা
* বিভিন্ন স্লুইশগেট গুলি সারাই করা
* আভ্যন্তরীণ বন্যা নিয়ন্ত্রণে ময়নার বিভিন্ন জায়গায় পাম্পিং স্টেশন নির্মাণ এবং নির্মিত পাম্পিং স্টেশনগুলি চালু করা
* বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত নদী বাঁধগুলি সারাই করা
* ময়নার সমস্ত ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি দ্রুত সারাই করার
দাবিতে আজকের ডেপুটেশন দেওয়া হয়।
ডেপুটেশনে নেতৃত্ব দেন মদন সামন্ত, জগদীশ মাইতি, সুদাম সাউ, সমীরণ প্রামাণিক প্রমুখ। জগদীশ মাইতি বলেন ময়নার বিভিন্ন খালগুলো কচুরিপানা সহ জঞ্জালে ভরে যাওয়ায় জল পরিবহণে অযোগ্য হয়ে উঠেছে। স্লুইসগেটগুলো দীর্ঘদিন না সংস্কার হওয়ায় ফলে বেশিরভাগ অকেজো হয়ে গেছে। ফলে ময়নার অভ্যন্তরে জল জমা হয়ে যাচ্ছে। এছাড়াও বহু রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই বিষয়গুলো বিডিও সাহেবের কাছে তুলে ধরে সমস্যা সমাধানের দাবী জানানো হয়েছে।
0 Comments