নন্দকুমার ব্লকের খেজুরবেড়িয়া দূর্গোৎসব কমিটির খুঁটি পূজো।

 নন্দকুমার ব্লকের খেজুরবেড়িয়া দূর্গোৎসব কমিটির খুঁটি পূজো।


গনেশ চতুর্থীর পূর্ণ লগ্ন নন্দকুমার ব্লকের খেজুরবেড়িয়া গ্রামীণ দূর্গোৎসব কমিটির খুঁটি পূজো ও  সেই উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনাব্যয়ে চক্ষু পরীক্ষা শিবির। উপস্থিত ছিলেন নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে, পঞ্চায়েত সমিতির সভাপতি শিবানী দেকুন্ডু, বিডিও দীনেশ দে,কুমারআড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান তমাল কুইতি। হলদিয়া রামকৃষ্ণ মিশন বিবেক মহারাজ । ফায়ার ব্রিগেড এস ও  চন্দন কুইল্যা, সাংবাদিক সুজিত ভৌমিক সভাপতি পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাব। গ্রাম পঞ্চায়েত প্রধান তমাল কুইতি , মহিলা অন্নপূর্ণা কমিটির সদস্যা বৃন্দ, সেই সঙ্গে খেজুরবেড়িয়া দূর্গোৎসব কমিটির সভাপতি, সম্পাদক ও গ্রামবাসীবৃন্দ।এই অনুষ্ঠানে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক আসার কথা ছিল কিন্তু তিনি আসতে না পারায় ফোন কোলের মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানান।

Post a Comment

0 Comments