গত রবিবার শুভেন্দুর অগ্রিম জয়ের ভবিষ্যদ্বাণী!! আজ নন্দীগ্রামে সেই সোনাচুরা সমবায় সমিতির নির্বাচন,নির্বাচন ঘিরে প্রচুর পুলিশি প্রহরা,মন কি বাত অনুষ্ঠানে এসেও জয়ের ব্যাপারে সুনিশ্চিত শুভেন্দু
আজ সোনাচূড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ঘিরে কড়া পুলিশি প্রহরা নন্দীগ্রাম জুড়ে। মোট ১২ টি আসনে হবে নির্বাচন,নির্বাচনে বিজেপি তৃণমূল উভয় দলই ১২ টি আসনে প্রার্থী দিয়েছে।তবে গত রবিবার হলদিয়ায় এই সোনাচূড়া কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন নিয়ে অগ্রিম ভবিষ্যৎবাণী করেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন গড় চক্রবেড়িয়া সমবায় সমিতি তারা জিততে পারবেন না, বুধবার ভোটের ফল প্রকাশ হতে দেখা যায় শুভেন্দুর ভবিষ্যৎবাণী ঠিক। সেই অনুরূপ তিনি সোনাচূড়া নিয়েও ভবিষ্যৎবাণী করেছিলেন , আজ ফের প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানে এসে সোনাচুরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন তারা জিতবেন এমনটাই জানান শুভেন্দু অধিকারী।নির্বাচন ঘিরে কড়া পুলিশি প্রহরা রয়েছে।মাত্র ১২ টি আসনের এমন প্রহরাকে কটাক্ষ বিজেপির,বিজেপির দাবি কড়া প্রহরা দিয়ে ভোট বৈতরণী পার হতে চাইছে তৃণমূল।তবে জেতার ব্যাপারে আশাবাদী তৃণমূল তারা তা স্পষ্টতই বুঝিয়ে দিলেন
0 Comments