প্রতিশ্রুতি দিয়ে কথা রাখলেন ময়নার বিধায়ক অশোক দিন্ডা

 প্রতিশ্রুতি দিয়ে কথা রাখলেন ময়নার বিধায়ক অশোক দিন্ডা


 ময়না ব্লকের একটি জনবহুল  এলাকা হল ময়নার বলাইপণ্ডা। প্রায় রাত্রি 01:00 টা নাগাদ থেকে  সুদামপুর শ্রী শ্রী রামজীউর বাজারে সবজির পাইকারি বাজার বসে। এই বাজার এলাকার মানুষদের,ময়নার বিধায়ক অশোক দিন্ডার কাছে দীর্ঘদিনের দাবি ছিল এই বাজারে একটি পথবাতি  নির্মাণের। অবশেষে সেই দাবি পূরণ করলেন বিধায়ক অশোক দিন্ডা। বিধায়ক  তহবিল হইতে এই পথবাতিটি নির্মিত হয়। ফিতে কেটে এবং লাইট জ্বালিয়ে এই পথবাতিটির  উদ্বোধন করলেন বিধায়ক।

এলাকার বেশিরভাগ মানুষ এই পথবাতি উদ্বোধনে খুশি হলেও বেশ কিছু মানুষের দাবি এই লাইটটি স্কুলের সামনে রাস্তায় বসলে চতুর্দিকে অনেক দূর পর্যন্ত আলো ছড়াতো। সুদামপুর গ্রামের বাসিন্দা বকুল জানা বলেন বলাইপণ্ডা নবনির্মিত পার্কের কাছাকাছি লাইটটা বসালে একদিকে রাণীচক,অন্যদিকে বেলুড়িয়া সহ বাজার অনেক দূর পর্যন্ত আলো পেত। এখানে ব্যক্তিগত প্রতিষ্ঠানের উপর যাদের আয়,ইনকাম ভালো তাদেরই জন্যই হল। হয়ে যখন গেছে, করার কি,ভালো।








Post a Comment

0 Comments