@@পাল্টে গেছে শিক্ষা@@ প্রবীর বারিক@@

 @@পাল্টে গেছে শিক্ষা@@ প্রবীর বারিক@@ 


বিদ্যালয়ের চার দেওয়ালটা
পূর্বের মতো নেই আর
নিচ্ছে পিঠে বাচ্চাগুলো
বইয়ের বোঝার সেই ভার।


ইঁদুর দৌড়ে সামিল সবাই
প্রথম হওয়ার লড়াই
নইলে কেমন পিতামাতা
করবে নিজের বড়াই।


উপদেশ ও নীতিশিক্ষা 
সেকেলের সব কথা
লেখনীর মুখ যুগের তালে
হয়েছে আজ ভোঁতা।


আগের মতো  ছাত্রপ্রেমী 
হয়না এখন গুরু
মাস্টারিটা চাকরি স্বরূপ
টিউশন করে শুরু।


সঠিক মেধা পায়না যে দাম
ঘুষ দিয়ে হয় শিক্ষক
পাল্টে যাওয়া শিক্ষানীতির
এরাই নাকি রক্ষক।



Post a Comment

0 Comments