ময়না ব্লকের বলাইপন্ডায় ব্যবসায়ী সমিতির মিটিং হলে ময়না ব্লক প্রাণী দপ্তরের আতমা প্রকল্পে দুই দিবসীয় আর পি এল মডেলের প্রাণী বিষয়ক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।
ময়না ব্লকের বলাইপন্ডায় ব্যবসায়ী সমিতির মিটিং হলে ময়না ব্লক প্রাণী দপ্তরের আতমা প্রকল্পে দুই দিবসীয় আর পি এল মডেলের প্রাণী বিষয়ক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়।
ময়না ব্লকের বলাইপন্ডায় ব্যবসায়ী সমিতির মিটিং হলে ময়না ব্লক প্রাণী দপ্তরের আতমা প্রকল্পে দুই দিবসীয় আর পি এল মডেলের প্রাণী বিষয়ক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ সুদর্শন জানা , ময়না ব্লকের সহ কৃষি অধিকর্তা ড: আনন্দ শংকর সিংহ, ময়না ব্লকের প্রাণী আধিকারিক ডঃ দীপক কুমার মান্না , ভেটেনারি অফিসার সাম্য চৌধুরী, ব্লক টেকনোলজি ম্যানেজার সুতনু ঘোষাল সহ অন্যান্য পদাধিকার ব্যক্তিবর্গরা। এই প্রশিক্ষণ শিবির মূলত উন্নত প্রযুক্তিতে হাঁস, মুরগি, গরু ও ছাগল কিভাবে পালন করা হয় তা নিয়ে আলোচনা করা হয়। এবং প্রশিক্ষণের শেষে প্রাণী পালকদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হয়।
0 Comments