পাঁশকুড়া পৌরসভার সার্বিক উন্নয়নের দাবীতে পৌর নাগরিক কমিটির গণ ডেপুটেশন

 পাঁশকুড়া পৌরসভার সার্বিক উন্নয়নের দাবীতে পৌর নাগরিক কমিটির গণ ডেপুটেশন 



পাঁশকুড়া পৌর এলাকায় জলনিকাশী সমস্যার দ্রুত সমাধান, পানীয় জল প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করে বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল সরবরাহ, ভাঙাচোরা ঢালাই রাস্তাগুলি সংস্কার, মাটির ও মোরাম রাস্তাগুলি ঢালাই করা সহ পৌর এলাকার সার্বিক উন্নয়নের দাবীতে আজ পাঁশকুড়া পৌরসভায় গণ ডেপুটেশন দেওয়া হয় পাঁশকুড়া পৌর নাগরিক কমিটির উদ্যোগে। পাঁশকুড়া পুরাতন বাজার যাত্রী প্রতীক্ষালয় থেকে পৌরসভার উদ্দেশ্যে নাগরিকদের নিয়ে মিছিল সংঘটিত হয়। এরপর বিভিন্ন ওয়ার্ডের সমস্যাগুলি তুলে ধরে পৌরসভার চেয়ারপার্সনের নিকট দাবীপত্র তুলে দেওয়া হয়। নেতৃত্ব দেন পৌর নাগরিক কমিটির পক্ষে সুনীল জানা, তপন জানা, বিশ্বনাথ মাসান্ত, শ্রাবন্তী মন্ডল, বিমলেন্দু মাইতি, সুব্রত মাইতি, কল্যাণ রায় প্রমুখ। পৌর নাগরিক কমিটির অন্যতম সুনীল জানা বলেন,'পাঁশকুড়া পৌরসভা ২৫ বছর অতিক্রান্ত হতে চলল। কিন্তু এই ২৫ বছরেও বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল সরবরাহ করতে পৌর কর্তৃপক্ষ ব্যর্থ। পৌরসভায় নিকাশী ব্যবস্থা বলতে কিছুই নেই। একটু বৃষ্টি হলেই স্টেশন বাজার ও সংলগ্ন রাস্তা ও বাড়িঘর জলে ডুবে যায়। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ঢালাই রাস্তাগুলি ভাঙাচোরা। বিগত কয়েক বছরে সেগুলি সংস্কার বা নতুন রাস্তা হয়নি বললেই চলে। এমতাবস্থায় আমরা দাবী করছি, জল প্রকল্পের কাজ দ্রুত শেষ করে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ, পৌর এলাকার নিকাশী সংক্রান্ত মাস্টার প্ল্যান তৈরি ও রূপায়ন করতে হবে। সমস্ত ভাঙাচোরা রাস্তা অবিলম্বে সংস্কার ও প্রয়োজনে নতুন ঢালাই রাস্তা নির্মাণ করতে হবে। সব ওয়ার্ডের সব রাস্তায় পর্যাপ্ত স্ট্রিট লাইট লাগাতে হবে। পৌরসভার সার্বিক উন্নয়নের দাবীতে পৌর নাগরিক কমিটির আন্দোলন চলবে।'

Post a Comment

0 Comments